দেশজুড়ে

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরন

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ই আগষ্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার উত্তর রামগোপালপুর গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

মিরকাদিম পৌর যুবলীগ নেতা আব্দুল্লাহ সোহেল এর উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।

আরো উপস্থিত ছিলেন মিরকাদীম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সভাপতি মো. মহসীন মাখন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, কাউন্সিলর আব্দুর রহিম বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন, এড. মো. গোলাম মাওলা তপন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো: মনিরুজ্জামান রিপন, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: পলাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন সম্পাদক আপন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সেকান্দার হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তৃণমূল নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button