মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও আলোচনা সভা

0
100

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ম্যুরাল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই আগষ্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকায় মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।