দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ গোসলের উদ্দেশ্যে বিলে এসেছিল ৭ বছরের হাফসা খাতুন৷ কিন্তু গোসল করতে নামার আগেই বিলের ধারে থাকা সিঁড়িতে পিচ্ছিল খেয়ে পড়ে যায়। এরপর পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে হাফসা খাতুনের। শনিবার (১৪ আগষ্ট) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চকপুস্তুম গ্ৰামে এ ঘটনা ঘটে৷

নিহত হাফসা খাতুন চকপুস্তুম গ্ৰামের এসতারুল হকের মেয়ে। হাফসা চকপুস্তম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো। দুই মেয়ের জনক পেশায় রাজমিস্ত্রী এসতারুল হকের প্রথম মেয়ে হাফসা৷

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে চকপুস্তম গ্রামের হোগলা বিল দামোসে গোসল করতে যায় হাফসা। গোসল করতে নামার আগেই সিঁড়িতে পিচ্ছিল খেয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর পানি থেকে তার লাশ উদ্ধার করে৷

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button