দেশজুড়ে

ঘাটাইলে ‘গর্জনা যুদ্ধ দিবস’ পালন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে ‘গর্জনা যুদ্ধ দিবস’ উদযাপন করা হয়। উপজেলার ছয়ানি বকশিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধ কাজী আশরাফ হোসেন হুমায়ুন বাঙ্গাল।

সভায় উপস্থিত মুক্তিযোদ্ধরা বলেন, ১৯৭১ সালের ১৪ আগস্ট মুক্তিযোদ্ধারা যখন উপজেলার প্রত্যন্ত গ্রাম গর্জনায় বিশ্রাম নিচ্ছিলেন তখন পাকিস্তানি সেনারা নৌকাযোগে মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় একধিক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি চালালে অনেক পাকসেনা হতাহত হয়। অবস্থা বেগতিক দেখে পাকসেনারা পালিয়ে যায়। এই যুদ্ধটি এ অঞ্চলে পাকসেনাদের মনোবল ভেঙ্গে দেয় এবং ঘাটাইল অঞ্চল হানাদার মুক্ত করতে ভূমিকা রাখে।

বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সহকারী কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, হাবিবুর রহমান, আশরাফ আলী, মোহাম্মদ আলী প্রমুখ। গর্জনা গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখেন নির্মান সংগঠনের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button