জাতীয়

করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৮৮।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল পর্যন্ত ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

গত তিন সপ্তাহে এক দিনে এটাই সবচেয়ে কম রোগী শনাক্তের খবর। এর আগে গত ২৪ জুলাই ৬ হাজার ৭৮০ রোগী শনাক্ত হয়েছিল। তারপর শুক্রবার পর্যন্ত দৈনিক শনাক্ত ৮ হাজারের নিচে আর নামেনি।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশে। এই হার আগের দিন ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৭ হাজার ৮০৫ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন সুস্থ হলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button