দেশজুড়ে

গোপালপুরে ওপেন হাউজ ডে পালন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর থানায় ওপেন হাউজ ডে পালিত হয়। ১৪ আগস্ট শনিবার দুপুরে গোপালপুর থানা পুলিশের আয়োজনে থানা পুলিশ মিলনায়তনে ওপেন হাউজ ডে পালিত হয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোশারফ হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, আইনশৃঙ্খলা এবং পুলিশ জনতা সম্পর্ক নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াসউদ্দীন, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষকুমার দত্ত, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, সূতি ভিএম সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মুকুল, সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কানিজ ফাতিমা রুমি সাবেক কমিশনার হরিপদ দে মঙ্গল প্রমুখ।

বক্তারা মহামারী কডিভ ১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য গোপালপুর থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button