যেসব দেশের জনসংখ্যার তুলনায় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার তুলনায় বেশি। বর্তমানে বাংলাদেশে ৪ কোটি ৮০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছে। বিশ্বে মোট ২৯০ কোটি মানুষ ফেসবুকের সঙ্গে যুক্ত রয়েছে।
গত সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিনিয়োগসংক্রান্ত ভার্চ্যুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হয়।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যে বিভিন্ন দেশের জনসংখ্যা উল্লেখ রয়েছে। এতে দেখা যায় বেশ কিছু দেশের জনসংখ্যা বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের চেয়ে কম। যেমন;
১. ইউরোপের দেশ স্পেনে মোট জনসংখ্যা ৪ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৭৭৮ জন।
২. পোল্যাণ্ডে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৬১১ জন।
৩. ইউক্রেনে ৪ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৭৬২ জন।
৪. রোমানিয়ায় ১ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৬৯১ জন।
৪. নেদারল্যান্ডে ১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৮৭২ জন।
৫. বেলজিয়ামে ১ কোটি ১৫ লাখ।
৬. গ্রীসে ১ কোটি ৪২ লাখ।
৭. পর্তুগালে ১ কোটি ১৯ লাখ।
৮. ইডেনে ১ কোটি ৯৯ হাজার।
১০. সুজাইরল্যান্ড ৮৬ রাখ ৫৪ হাজার।
১১. ডেনমার্কে ৫৭ লাখ ৯২ হাজার।
এসব দেশের জনসংখ্যার তুলনায় শুধুমাত্র বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে মোট ১৬ কোটি জনসংখ্যা রয়েছে।