দেশজুড়ে

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর মিরকাদিমে ট্রলারে ডাকাতি

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলারে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ১৩ ই আগষ্ট শুক্রবার রাত ৮টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীমের কাঠপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার সময় নৌভ্রমণ থেকে ফেরার পথে কাঠপট্টি এলাকায় ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে ৩০ জন মহিলা ও ৬ জন পুরুষের সাথে থাকা ১৫ ভর্রি স্বর্ণ নগদ ৩০ হাজার টাকা ও ৩০ টি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল।

ট্রলারে থাকা জাকির হোসেন জানান, আমরা পরিবারের লোকজন নিয়ে নৌভ্রমণে গিয়েছিলাম। নারায়নগঞ্জেট সোনারগাঁ থেকে ফেরার পথে কাঠপট্টি লঞ্চঘাটের সামনে এলে স্পিড বোর্ডে করে ডাকাত দল অস্ত্র নিয়ে জিম্মি করে ডাকাতি করে। এতে ১৫ ভর্রি স্বর্ণ নগদ ৩০ হাজার টাকা ও ৩০ টি মোবাইল ফোন নিয়ে যায়।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কবির হোসেন জানান, কাঠপট্টি এলাকায় নৌভ্রমণ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ট্রলার চালক মো. আলী এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button