কালিহাতী নার্সিং ইন্সটিটিউট চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
78

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার মোঃ মিজানুর রহমানের সাথে কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে কালিহাতী নার্সিং ইনস্টিটিউট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসকাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, সদস্য সাব্বির আহমেদ আব্বাসী, আতোয়ার রহমান ও সোলায়মান খান ।

এমসয় নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার মোঃ মিজানুর রহমান প্রতিষ্ঠানটির কল্যাণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।