দেশজুড়ে

মোহনপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহী ব্যুরোঃ ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ি বহল ডাং গ্রামের মহির উদ্দিনে ছেলে আব্দুল মালেক (২৮) কে গ্রেফতার করেন পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১ লা আগষ্ট একই গ্রামের জনৈক ব্যক্তির বাক প্রতিবন্ধি মেয়েকে আসামী কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যাই।

গত (১ আ ) নারীও শিশু নির্যাতন দমন আইন এর ৯ (১)ধারায় আব্দুল মালেকের বিরুদ্ধে ভুক্তভোগী বড় ভাই মোহনপুর থানার মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী পলাতক ছিল।

মামলা তদন্তকারী কর্মকর্তা মোহনপুর থানার এস আই আলহজ উদ্দিন বলেন, বাক প্রতিবন্ধি মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি)তে ডাক্তারি পরীক্ষা জন্য পাঠনো হয়েছে। নারী-শিশু ২২ ধারায় জবান বন্দী রেকর্ড করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী শহর থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুল জানান, আসামিকে আজ শুক্রবার আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button