দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফেনসিডিলসহ দু’যুবককে গ্রেফতার করেছে ভোলাহাট পুলিশ। ১৩ আগষ্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নির্দেশে এসআই আশিকুর রহমান এর নেতৃত্বে এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের রহনপুরগামী পাকা রাস্তার উপর থেকে ২০( বিশ) বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো- শিবগঞ্জ উপজেলার মির্জাপুর (বাগানবাড়ী) গ্রামের মৃত তোফাজ্জুল ও মোমেনা বেগমের ছেলে মোঃ ইউসুফ আলী (২২) অপরজন একই গ্রামের মৃত আবুল হোসেন ও সখিনা বেগমের ছেলে শহিদুল ইসলাম।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের যোগাযোগ করা হলে তিনি জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রজ্জু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।