দেশজুড়ে

১কেজি ৫০০গ্রাম কেজি গাঁজা সহ আটক-২

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর সাপাহারে দেড় কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার আইহাই দিঘীপাড়া গ্রামের সেলিম রেজা (৩২) ও জয়দেবপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নাইমুল ইসলাম (৩২)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জবাই বিল এলাকায় পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী সেলিম রেজার কাছ থেকে প্লাষ্টিকের ব্যাগে রাখা অবস্থায় ১ কেজি ও নাইমুল ইসলামের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

পরদিন বৃহষ্পতিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button