মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে রামপালে ৫০ হাজার মাস্ক প্রদান

0
120

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টার: রামপালে করোনা সংক্রমন প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে ৷

মঙ্গলবার (১০ আগস্ট) রামপাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্প এর পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের মাঝে ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ৷ রামপালের বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে বিতরণের জন্য এই মাস্ক সরবরাহ হয়েছে ৷

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, ‘আমাদের গ্রাম’ এর যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদার, কর্মসূচি সংগঠক শেখ সাদী, সুমিত মণ্ডল,আলামিন শেখ,সাদিয়া ইসলাম, সাধন ভাণ্ডারী, খাদিজা খাতুন প্রমুখ ৷