আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাবানলে ২৫ সামরিক সদস্যসহ নিহত ৪২

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি দাবানলে ২৫ জন সামরিক বাহিনীর সদস্যসহ ৪২ জন নিহত হয়েছে। ধোঁয়ার ঘন মেঘ ঢেকে রেখেছে রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলের অনেক অংশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে (১০ আগস্ট) রাত থেকে দেশের উত্তরাঞ্চল জুড়ে কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে। সোমবার রাত থেকে উত্তর আফ্রিকার দেশটিতে কমপক্ষে ১৬টি প্রদেশের ছোটো ছোটো দাবানল বনাঞ্চল ধ্বংস করে দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজাউদ অভিযোগের করেন, পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি অগ্নিকাণ্ডের একসাথে প্রাদুর্ভাবের পিছনে কেবল অপরাধী হাত থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানানো হয়নি।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করতেও অংশীদারদের সঙ্গে কথা বলেছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের বায়ুমণ্ডল মনিটর করে দেখা গিয়েছিল, তাপপ্রবাহের সহায়তায় তুরস্ক এবং গ্রীসের বনাঞ্চলে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ায় ভূমধ্যসাগর দাবানলের হটস্পটে পরিণত হয়েছে।

কাবিলির তিজি উজু অঞ্চলের বাসিন্দারা রয়টার্স জানিয়েছেন, বিভিন্ন এলাকায় আগুন নেভানোর চেষ্টা ও মানুষকে উদ্ধারের সময় ২৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আগুনের ভয়াবহতায় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে ছাত্র হোস্টেল, হোটেল এবং বিশ্ববিদ্যালয়ের বাসভবনে আশ্রয় গ্রহণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমাদের কাছে এটি একটি ভয়াবহ রাত। আমাদের ঘর পুরোপুরি পুড়ে অনেকটা ছাই হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button