মাগুরায় অপরুপা নবগঙ্গা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

0
90

মতিন রহমান, মাগুরা: মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের ফতেরহাট গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে সামাজিক সংগঠন অপরুপা নবগঙ্গার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) সারাদিন ব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা বিভাগীয় বন কর্মকর্তা বিপুল চন্দ্র দাশের সার্বিক সহযোগিতায় রাস্তার দুপাশে ৩০১টি তালের চারাগাছ ও ১ হাজার বনজ বৃক্ষ রোপন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি আশিষ বিশ্বাস সশিম ও সাধারণ সম্পাদক অমিত রাহা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই কর্মসূচি সফল করেন।

উক্ত সংগঠনের সদস্যরা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবেই তারা এই বৃক্ষ রোপন করছেন। এতে দেশের জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।