জাতীয়

হাসপাতালে ভর্তি আরো ২২৬ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২২৬ জন ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২১১ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৫ জন।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৯১৫ জন।

এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৮৫২ জন এবং অন্যন্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন।

এতে আরো জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১০ আগষ্ট পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী ৪ হাজার ৯৭৯ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৪৬ জন। এছাড়া রোগতত্ত্ব ,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮ জনের মৃত্যুর তথ্য পাঠিয়েছে। আইইডিসিআর এখনো কোন মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোন মৃত্যুর ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

এই বিভাগের আরও সংবাদ