শ্রীনরগরে জলাবদ্ধ বসতবাড়ি থেকে ড্রেজার পাইপ অপসারণ
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাঠপাড়ায় অবৈধ ড্রেজারে ভোগান্তি শিকার পাইপ লাইনটি অপসারণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে জলাবদ্ধতার শিকার ওই এলাকায় উপস্থিত হয়ে ড্রেজার পাইপ অপসারণ করেন শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
অবৈধভাবে টানা ড্রেজার লাইনটি উচ্ছেদ করায় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায়।
এর আগে গত সোমবার বিভিন্ন পত্র পত্রিকায় ড্রেজারের পানিতে বসতবাড়ি জলাবদ্ধতা শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজর কারে।
পরে সরেজমিন পরির্দশনে গিয়ে পানি বন্দি পরিবারগুলো দুর্ভোগ লাঘবে ড্রেজার পাইপ অপসারণ করেন ইউএনও প্রণব কুমার ঘোষ। এ সময় খবর পেয়ে অবৈধ ড্রেজার ব্যবসায়ী সিন্ডিকেটের রেজাউল হক লিটন ও আবুল কাশেম সটকে পরেন।
উল্লেখ্য, অবৈধ ড্রেজারের পানিতে গত ৪ মাস ধরে মাঠপাড়া ১০/১২টি পরিবার সম্পূর্ণভাবে পানি বন্দি হয়ে পরে। ড্রেজারের পাইপ ফেটে প্রতিনিয়ত পানি পরে বসতবাড়িগুলো জলাবদ্ধ হয়ে পরে। এতোদিন প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীদের ভয়ে ভূক্তভোগীদের কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না।