রামপালে রাজনগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী নেতা ডাবলুর ইন্তেকাল
সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হান্নান (ডাবলু) (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা থেকে মরহুম ডাবলু চেয়ারম্যানের মরদেহ রামপালের গ্রামের বাড়ীতে আনার পর বুধবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোয়াজ্জেম হোসেন।
এদিকে তার মৃত্যুতে ইউনিয়নবাসীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাজনগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডাবলুর মৃত্যুতে শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন,রামপাল টাইমস পরিবারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।