মুন্সীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। গতকাল ৯ ই আগষ্ট সোমবার টঙ্গীবাড়ি উপজেলার সেগুনতলা গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের নির্দেশে সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝির সার্বিক সহযোগিতায় ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, সেগুনতলা গ্রামে স্কুল ছাত্রীর বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার ও ইউনিয়ন পরিষদের সচিবকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মেয়ের পরিবার তাদের ভুল বুঝতে পেড়েছে। তারা তাদের মেয়েকে আঠারো বছর আগে বিয়ে দিবে না বলে মুচলেখা দিয়েছেন।