উল্লাপাড়ায় স্বাস্থ্য কেন্দ্রে টিকা না থাকায় ফিরে গেলেন গ্রহিতারা

0
75

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ করোনার টিকা না থাকায় সোমবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম মারাত্বকভাবে ব্যাহত হয়। এই কেন্দ্রে টিকা নিতে আসা কয়েক শত লোক টিকা না পেয়ে ফিরে গেছেন। দুর থেকে আসা লোকজনকে পোহাতে হয়েছে দুভোর্গ।

টিকা নিতে আসা লোকজন অভিযোগ করেন, তারা তাদের অনেক কাজ ফেলে ভোর থেকে এসেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের লাইনে দাঁড়ান। কিন্তু অল্প কয়েকজনকে টিকা দেবার পর টিকা ফুরিয়ে যায়। পরে হাসপাতালে টিকা না থাকায় আর টিকা প্রদান করা সম্ভব নয় বলে তাদেরকে জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে টিকা আনার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে একজন প্রতিনিধিকে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ইউএইচএফপিও ডা. আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।