প্রবাস

“বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল” এর সভা অনুষ্ঠিত

মোঃ কবির মোল্লা, কানাডা ব্যুরো: আমরা প্রবাসী আমরা বাঙালী, আমরা কানাডিয়ান আমরা বাংলাদেশী। বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি বুকে ধারন করেই আমরা কানাডিয়ান বাংলাদেশী। কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি ধারন করে জন্ম নেয়া সাংস্কৃতিক সংগঠন “বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল”। সাংস্কৃতিক সংগঠন হিসেবে নর্থ আমেরিকার মধ্যে অন্যতম সেরা সংগঠন।

মন্ট্রিয়ল শহর থেকে একটু দুরে নিরিবিলি পরিবেশে বাংলাদেশী মালিকানাধীন স্টার কাবাব রেস্তোরাঁয় আগস্ট আট তারিখ রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল এর সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাফিয়াল মাহমুদ সমীর। সভা শুরুতে প্রতিষ্ঠাতা সদস্য গাজী কামরুল হাসান কমল সভায় উপস্থিত নতুনদের প্রতি অভিনন্দন জানিয়ে সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন একটি নতুন কমিটি গঠনের লক্ষ্যে আমরা নাহিদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠন করেছি নির্বাচন কমিশন।
ফরম পুরনের মাধ্যমে মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশীরা সদস্য হতে পারবেন এবং সংগঠনের পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন। ফরম পুরনের কার্যক্রম শুরু করা হয়েছে।

সদ্য সমাপ্ত বারবিকিউ পার্টিতে সংগঠনের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ করেন রনি মালিক। এর পরেই শুরু হয় সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তরঙ্গ নিউজ এর কানাডা ব্যুরো প্রধান মোহাম্মদ কবির হোসেন মোল্লা, যমুনা টেলিভিশনের মন্ট্রিয়ল প্রতিনিধি তানভীর ইউসুফ রনি এবং নাগরিক টেলিভিশন এর সিইও টিটো রহমান উপস্থিত থেকে প্রশ্ন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হাসান জাহিদ কমল, রনি মালিক, গাজী কামরুল হাসান কমল ও
সাফিয়াল মাহমুদ সমীর।

তরঙ্গ নিউজ প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেন মোল্লার এক প্রশ্নের জবাবে রনি মালিক বলেন সাবেক সভাপতি দেওয়ান মনিরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্মেলন শেষে স্টার কাবাবের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button