দেশজুড়ে

শ্রীনগরে ৪০ জনের করোনা শনাক্ত

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ১২৩৭। সুস্থ হয়েছেন ৯৫২ জন। মারা গেছেন ৭ জন।

সোমবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে তিনি জানান। ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনার হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন।

এছাড়াও সবাইকে ইউনিয়ন ভিত্তিক কোভিট-১৯ টিকা গ্রহনের আহবান করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button