ঝিকরগাছায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্র নিহত

0
89

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জোহর আলী (৪৮) আক্তারুজ্জামান(২২) নামে পিতাপুত্র নিহত হয়েছে।

রবিবার বিকাল ৩টার দিকে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে। নিহত জোহর আলী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

জানা যায়, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান পালসার মটরসাইকেল যোগে ঝিকরগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে পোছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। যার নং- ঢাকা মেট্রো-ন ১৫৪৩১০।

পরে স্থানীয়রা এসে মারাত্নক আহত পিতা-পুত্রকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক পিতা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং পুত্র আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে পিতার মৃত্যুর চার ঘন্টা পর পুত্রের মৃত্যু ঘটনা নিশ্চিত করেন সেখানকার কর্মরত চিকিৎসক।

এদিকে পিতা পুত্রের এমন করুন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।