রাজনীতি
গাড়িতে বসেই টিকা নিলেন হেফাজতের আমির
গাড়িতে বসেই করোনার টিকা নিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ রোববার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন তিনি। এ সময় গাড়িতে বসেই সিনোফার্মের টিকা গ্রহণ করতে দেখা যায় তাকে।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলেম সমাজের মধ্যে করোনার টিকা গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে।
তবে এটি একটি সংক্রামক ভাইরাস। তাইতো বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। চলমান মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।