বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে রামপালে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

0
81

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার ৭ টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রামপাল এর আয়োজনে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্ল্যা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, ওসি মোঃ সামসুদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, পিআইও মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক , সমাজসেবা কর্মকর্তা শাহীন রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরত জাহান ৷

সবশেষে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই বছর দিবসটি প্রতিপাদ্য বিষয় হলো ” বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী “।