রূপগঞ্জে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

0
79

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রূপগঞ্জ থানা কার্যালয়ে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আমীর খসরু।

বিশেষ অতিথি ছিলেন, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন। অন্যানদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ওসি অপারেশন হযরত আলী, উপজেলা যুব-মহিলালীগের সভা ফেরদৌসী আক্তার প্রমুখ।

ওপেন হাউস ডে তে মাদক নিয়ন্ত্রন, জমি বিরোধ, করোনা ভ্যাকসিন নেয়া সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।