বিনোদন

পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব, থানায় অভিযোগ করলেন অভিনেত্রী

বিনোদন জগতে মডেল, অভিনেত্রীদের নিগ্রহের ঘটনা নতুন নয়। এবার টালিউডের এক অভিনেত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। অভিষেক দাস নামে সেই ব্যক্তির বিরুদ্ধে যাদবপুর থানায় হেনস্তার অভিযোগ দায়ের করেছেন ২৯ বছর বয়সী সেই অভিনেত্রী।

অভিনেত্রী তার অভিযোগে জানিয়েছেন, অভিষেক দাস নামে ওই ব্যক্তি তাকে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। অভিষেক ইন্ডাস্ট্রিরই একজন সদস্য। একাধিক তারকার সঙ্গে তার ছবি রয়েছে।

প্রসঙ্গত, সঙ্গত কারণেই অভিনেত্রীর নাম গোপন রাখা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সূত্র: সংবাদ প্রতিদিন

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button