দেশজুড়ে

শ্রীমঙ্গলে উৎসবমুখরে শুরু হয়েছে কোভিড-১৯ গণ টিকা ক্যাম্পেইন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনয়ন ও ১টি পৌরসভার ২৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল পৌর মেয়র মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল পৌরসভার কোভিড-১৯ গন টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবীর প্রমুখ।

শনিবার (৭ই আগষ্ট) শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ড এবং শ্রীমঙ্গল পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৭২০০ জন ১ম ডোজের টিকা গ্রহণ করছেন।

প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২৫ বছরের উর্দ্ধে টিকা নিবন্ধিতরা কোভিড-১৯ টিকা গ্রহণ করছেন।

আর শ্রীমঙ্গল পৌরসভার টিকাদান কেন্দ্র সহযোগিতা করেছে বাংলাদেশ আওযামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ আবুল হাসনাত মারুফ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে লিটন ধাম, জামাল মিয়া, কেশব বাড়ই, আবদুল্লাহ আল জাফরী, কৌশিক ভট্টাচার্য, সাহাদত হোসেন অপু ও সাইফুল হাসান খাঁন। শ্রীমঙ্গলের প্রতিটি টিকাদান কেন্দ্রে শ্রীমঙ্গলের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button