বীরগঞ্জে সপ্তম শ্রেণিকে ধর্ষণের চেষ্টা, লম্পট আটক
রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মরিচা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা, লম্পট জিয়ারুলকে আটক করে দিনাজপুর আদালতে সোপর্দ করছে বীরগঞ্জ থানা পুলিশ ।
বীরগঞ্জ থানার মামলার এজাহার সৃত্রে জানা গেছে, উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভোলাপুকুর গ্রামের মৃত জোনায়েদ আলীর লম্পট ছেলে জিয়ারুল ইসলাম একই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। একপর্যায়ে ৩ আগষ্ট ভোর আনু্মানিক সাড়ে ৪টার সময় ওই ছাত্রীর শয়ন ঘরে অনুপ্রবেশ করে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তাঁর আত্নচিৎকারে লম্পট জিয়ারুল পালিয়ে যায়।
এঘটনার পর নিরুপায় হয়ে ৬ আগষ্ট শুক্রবার ছাত্রীর মা বাদী হয়ে বীরগঞ্জ থানার মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৯।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তহিদুল ইসলাম জানান, সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার বিষয়ে জবানবন্দিতে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় লম্পট জিয়ারুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।