ঘাটাইলে করোনার গণটিকা কার্যক্রম শুরু

0
78

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানের মত টাঙ্গাইলের ঘাটাইলে করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলার দিগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্জ আতাউর রহমান খান।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু স্থানীয় প্রশাসনের লোকজন নিয়ে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শণ করেন।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার পিপিএম, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম খান, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ মামুন প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান জানান, গণটিকার উদ্বোধনী দিনে উপজেলার ১৪টি ইউনিয়নের ১১টি কেন্দ্রের মাধ্যমে ৬ হাজার ৬ শত জনকে করোনার টিকা প্রদান করা হবে।