জাতীয়
পরীর ঘটনায় ডিবির সাকলায়েনকে পিওএমে বদলি
নায়িকা পরীমণির মামলা তদন্তে নেমে পরীর সঙ্গেই অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, আজ দুপুরেই তাকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়।
আজ শনিবার (০৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।