অস্ট্রেলিয়ার বিপক্ষে সন্ধ্যায় নামছে বাংলাদেশ
দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে টাইগাররা।
শনিবার (৭ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সিরিজের বাকি দুই ম্যাচে জয় পেলেই ক্রিকেটের সবচেয়ে সফলতম দলটিকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে।
শুক্রবার তৃতীয় ম্যাচে সফরকারীদের ১০ রানে হারিয়ে দেয় মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি। অজিদের বিপক্ষে যে কোনও ফরম্যাটে প্রথমবার সিরিজ দখলে নেয় লাল-সবুজরা।
মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৮ তুলে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫২ রান তুলেন অধিনায়ক মাহমুদুউল্লাহ। হয়েছেন ম্যাচসেরা।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৭ রান তুলে অস্ট্রেলিয়া। দলের হয়ে মিচেল মার্শ ৫১ রান করলেও জয় তুলতে ব্যর্থ হন।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট তুলেন শরিফুল ইসলাম। উইকেট না আদায় করেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস। ইউটিউবে র্যাবিট হোল বিডির চ্যানেলে দেখা যাবে ম্যাচটি।