আন্তর্জাতিক

আফগান সরকারের মিডিয়া প্রধানকে গুলি করে হত্যা

তালেবান যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছেন আফগান সরকারের গণমাধ্যম প্রধান দাওয়া খান মেনাপাল। শুক্রবার (০৬ আগস্ট) রাজধানী কাবুলের দারুল আমান এলাকার একটি মসজিদে তাকে গুলি করে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ভাগ্যজনকভাবে এক কাপুরুষোচিত সন্ত্রাস হামলায় এক দেশপ্রেমিক আফগান প্রাণ দিলেন।

এদিকে তালেবান এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এ ব্যাপারে তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় জানিয়েছেন, মেনাপালকে মুজাহিদিনরা বিশেষ অভিযানে হত্যা করেছে।

কয়েকদিন আগেই তালেবানের ঘাঁটিতে বিমান হামলার জবাবে দেশটির প্রথমসারির প্রশাসনিক কর্মকর্তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল তালেবান। সেই হুমকির পর স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা চালিয়েছিল সংগঠনটি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button