খেলাধুলা
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসে বিলম্ব
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আজ। ঘণ্টা খানিক ধরেই মিরপুরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে নির্ধারিত সময়ে টসে বিলম্ব হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে সফরকারীরা। বাংলাদেশের দেয়া ১৩২ রানের লক্ষ্য টপকাতে গিয়ে অল-আউট হয় ১০৮ রানে। দ্বিতীয় ম্যাচেও টাইগার বোলারদের তোপের মুখে পড়ে অজি ব্যাটাররা।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান করেও টাইগারদের কাছে হেরেছে ৫ উইকেটে। শুরুতে ৬৭ রানে ৫ উইকেট ফেলে দিলেও শেষে আফিফ হোসেন ও নুরুল হাসানের অনবদ্য জুটির সামনে কোনও রকম প্রতিরোধ গরে তুলতে পারেনি মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের মতো তারকা পেসাররা।