প্রবাস

কানাডায় খুনি নুর চৌধুরী, ছেঁড়া জুতা ঝুলিয়ে রেখে খুনির প্রতি ঘৃনা প্রকাশ

মোঃ কবির মোল্লা, কানাডা ব্যুরো:  আগস্ট শোকের মাস। বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে দেশের বাইরেও বাংলাদেশ কমিউনিটিতে পনেরোই আগস্ট শোক দিবস পালন করা হয়। বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরী কানাডায় বসবাস করায় এই শোকের মাসে কানাডা আওয়ামী লীগ এবং প্রাদেশিক আওয়ামী লীগের আগস্ট মাসে তাদের কার্যক্রম দেখা যায়।

প্রতি বছর আগস্ট মাসের শুরুতেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে মানব বন্ধন করে খুনি নুর চৌধুরীকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সরকারকে চাপ প্রয়োগ করে। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগেও শোক দিবসের আলোচনা অনুষ্ঠান হয়ে থাকে।

পনেরোই আগস্ট শোক দিবসের অনুষ্ঠানগুলি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে কানাডার বিভিন্ন শহরে পনেরো আগস্টের দিন অথবা সরকারী ছুটির দিন শনিবার/রবিবার আনুষ্ঠানিকভাবে পালন করে থাকে। কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদরকেও এই শোক দিবসের অনুষ্ঠান করতে দেখা যায়।

বঙ্গবন্ধুর খুনি টরেন্টো শহরের যে বাড়িটিতে বসবাস করে সেই বাড়ির সামনে কিছু মানুষ ছেঁড়া জুতা ঝুলিয়ে রেখে খুনির প্রতি ঘৃনা প্রকাশ করেছে।

টরেন্টোতে বসবাসরত ইত্তেফাক এর সাংবাদিক কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল জীবন বাজি রেখে খুনি নুর চৌধুরীর ডেরায় ঢুকে দুর্লভ কিছু আলামত সংগ্রহ করে বই লিখেছেন “কানাডার কাশিমপুরেখুনি নুর চৌধুরী। গত কয়েক বছর যাবত পনেরোই আগষ্ট খুনি নুর চৌধুরীর বাড়ির সামনে গিয়ে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ফেসবুকে লাইভ দিয়ে খুনির প্রতি ঘৃনা প্রকাশ করতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button