দেশজুড়ে

সলপে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দু’টি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও আ’লীগ নেতা মাহবুব কবির সজল জানান, বৃহস্পতিবার বিকেলে সলপ ঐতিহ্যবাহি ফুটবল খেলার মাঠে সলপ গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দু’টি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান। এ সময় প্রধান অতিথি উভয় দলের খেলোয়ারদের মধ্যে জার্সি ও ফুটবল উপহার দেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ মশিউর রহমান স্বপন, সাবেক ইউপি সদস্য সেখ জিল্লুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদ রানা। অর্ধ সময় পর গোল শূন্য অবস্থায় ফুটবল খেলাটি ঝড়-বৃষ্টির কারণে স্থগিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে আবারও খেলাটি অনুষ্ঠিত হবে খেলা পরিচালনা কমিটির সদস্যরা জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button