সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জিআর প্রকল্পের আওতায় কোডিভ-১৯ এর চলমান লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতা ও হোটেল রেস্তোরায় শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁচশত টাকা করে প্রদান করা হয়।
৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় সেতাবগঞ্জ পৌরসভা কার্যালয়ে নগত অর্থ বিতরনের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ আসলাম।
এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজিব, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান সোনা, পৌর সচিব হরিপদ রায় সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় চা বিক্রেতা ও হোটেল রেস্তোরার চার শতাধিক শ্রমিক কর্মচারীর মাঝে নগদ পাঁচশত টাকা করে প্রদান করা হয়।