নান্দাইলে শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরন

0
81

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টন শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে তাঁর স্বরণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে শহীদ শেখ কামাল পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলা পরিষদের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সফল আত্মকর্মী ফরিদ মিয়ার সহযোগিতায় গাছের চারা বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক,যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, প্রাণীসম্পদ অফিসার মলাইকান্তি মোদক,লেখক কলামিস্ট সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন,পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম,সফল আত্মাকর্মী ও উদ্যোক্তা মোজাম্মেল হক,হিরন মিয়া আসাদ উল্লাহ সহ নান্দাইল উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী।