দেশজুড়ে

সিলেট বিভাগে করোনায় ১৩ মৃত্যু

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৩১ জন।বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে সিলেট জেলায় ১২ ও হবিগঞ্জ জেলায় একজন রয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৭৬১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯, সুনামগঞ্জের ৫৫, হবিগঞ্জের ৩৬ ও মৌলভীবাজার জেলার ৬১ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৩১ জন। সংক্রমণের হার ৩৯ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ২২৬ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button