শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সাধারন জীবন যাপনের মানুষ ছিলেন: ডাঃ মুরাদ হাসান


তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুএ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সাধারন জীবন যাপনের মানুষ ছিলেন।তিনি যে স্বপ্ন দেখে ছিলেন জীবন দিয়ে হলেও আমরা তা বাস্তবায়ন করবো। তিনি শেখ কামালের রুহের আত্নার মাগফেরাত কামনা করেন।
আজ বৃহস্পতিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এম পি এসব কথাগুলো বলেন।
উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগনের গৃহীত কর্মসুচীর মধ্যে উপজেলা পরিষদে শহীদ ক্যাপটেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,পরে দলীয় কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পরে বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষীদের মধ্যে বীজ বিতরণ করা হয়।গৃহীত কর্মসুচীতে প্রধান অতিথী হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সাধারণ
সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ,সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম জহুরা
লতিফ,সাধারণ সম্পাাদক মাহমুদা শিখা সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।