দেশজুড়ে

রাঙ্গাবালীতে দুস্থ জেলে পরিবারের মাঝে পুষ্টি সমৃদ্ধ সামুদ্রিক শুটকি মাছ বিতরণ

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী( পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে ইউএসএআইডির অর্থায়নে ‘ইকোফিশ-বাংলাদেশ’ প্রকল্পের এর আওতায় সাগরগামী প্রকৃত ও দুস্থ জেলেদের পুষ্টি চাহিদা নিরূপণে সহায়তার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় ১৫০ জেলে পরিবারের মাঝে বিশুদ্ধ, বিষমুক্ত পুষ্টিগুণ সমৃদ্ধ সামুদ্রিক শুটকি মাছ বিতরণ করা হয়েছে।

উপজেলার “ইকোফিশ-২” প্রকল্পের আওতাধীন এলাকাসমূহে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের প্রয়োগে এবং সুশীলন ও আইইউসিএনএর সহায়তায়, স্থানীয় ইউপি জনপ্রতিনিধিদের তত্বাবধানে জেলে পরিবারের মধ্যে শুটকি মাছ বিতরণ করা হয়।

জানা যায়, ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত মৎস্য অধিদপ্তরের সাথে যৌথভাবে বাস্তবায়িত ওর্য়াল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ কার্যক্রমের আওতায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চরফ্যাশন, রাঙ্গাবালী ও হাতিয়া উপজেলায় ইউএসএআইডির অর্থায়নে ‘ইকোফিশ-বাংলাদেশ’’ প্রকল্পের এর আওতায় সাগরগামী প্রকৃত ও দুস্থ জেলেদের পুষ্টি চাহিদা নিরূপণে সহায়তার লক্ষ্যে ৫০০ জেলে পরিবারের মধ্যে ১ কেজি করে শুটকি মাছ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ইকোফিশ-২ প্রকল্পের দলনেতা ও মৎস্য বিজ্ঞানী প্রফেসর ড. মো. আব্দুল ওহাব বলেন, পুষ্টির ঘাটতি পূরণ করতে জেলে পরিবারের মধ্যে ১ কেজি করে পুষ্টিকর শুটকি মাছ বিতরণ করা হয়। ইউএসএআইডি ইকোফিশ-২ কার্যক্রমের আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণ, সাগরগামী জেলেদের জীবন যাত্রার মান উন্নয়ন ও সামুদ্রিক বিপন্ন জীববৈচিত্র্য সংরক্ষণে বিজ্ঞানিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বিকল্প কর্মসংস্থান এর মাধ্যম অনুযায়ী জেলে পরিবারের বধূদের মধ্যে বিশুদ্ধ, স্বাস্থ্যসম্মত ও বিষমুক্ত সামুদ্রিক শুটকি মাছ প্রস্তুতির প্রশিক্ষণ ও উপকরণ প্রদান নিয়মিত ভাবে প্রদান করা হয়ে থাকে। সেই সাথে এবার পুষ্টি চাহিদা পূরণে সামুদ্রিক শুটকি মাছ প্রদান ও যুক্ত হলো যা জেলেদের পরিবারে খাদ্য গ্রহন ও চাহিদা যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button