দেশজুড়ে

কেএমপি’র অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ মুছা শেখ(১৯), পিতা- মোঃ সাঈদ শেখ, সাং-পূজাখোলা হাফিজ মোল্লা স্বরনী, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ তামিম হোসেন(২০), পিতা-শেখ শামীম হোসেন, সাং-পূজাখোলা হাফিজ মোল্লা স্বরণী, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ মিনারুল বিশ্বাস(২৫), পিতা-মোঃ গনি বিশ্বাস, সাং-কাশিয়াডাঙ্গা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-ব্যাংক টাউন, থানা-খুলনা; ৪) শেখ শাহাজাদা হোসেন ওরফে লিটন(৩৩), পিতা-শেখ আব্দুল মান্নান, সাং-বাঁশগ্রাম, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-গোবরচাকা হাজী বাড়ী লেন, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ বাবু খাঁ(২০), পিতা-মোঃ জিন্নাত খাঁ, সাং-২৪ দূর্বার সংঘ বাইপাস রোড দক্ষিন কাশিপুর, থানা-খালিশপুর, জেলা-খুলনা, এ/পি সাং-বিএল কলেজ রোড, থানা-খালিশপুর; ৬) মোঃ রাসেল সরদার(২৬), পিতা-নান্টু সরদার, সাং-মানিকতলা মুন্সি পাড়া, থানা-দৌলতপুর এবং ৭) মোঃ তৌহিদ গাজী(৩৬), পিতা-মোঃ ইমান আলী গাজী, সাং-ইসলামপুর বাবুরাবাদ, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-হাফিজনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’দের কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) মুখপাত্র অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ৫ আগষ্ঠ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উক্ত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button