গোপালপুরে শেখ কামালের জন্মদিনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যাষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং মুক্তিযোদ্ধা শেখ কামালের। ৭২ তম জন্মদিন পালিত হয়।
(৬ আগস্ট) বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, মেয়র মো. রকিবুল হক ছানা, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, ওসি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন,জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে তাহার আত্মার মাগফিরাত দোয়া প্রার্থনা করা হয়।