র্যাব সদর দপ্তরে নেয়া হচ্ছে পরীমণিকে
চিত্রনায়িকা পরীমণিকে বনানীর বাসা থেকে আটক করে র্যাব সদর দপ্তরে নেয়া হচ্ছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ বলেন, রাত সোয়া ৮টার দিকে র্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমণিকে নিয়ে র্যাব সদর দপ্তরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ভয়ঙ্কর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে বুধবার বিকালে অভিযান শুরুর চার ঘণ্টা পর রাত ৮টার দিকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। র্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকাল ৪টার দিকে ফেইসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিতে থাকেন পরীমণি। তিনি বলেছিলেন যে তিনি ‘ভয় পাচ্ছেন’।
প্রায় এক ঘণ্টা পর র্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়। এর মধ্যে পাঁচ তলা ওই বাড়ির নিচ তলায় র্যাব সদস্যরা অবস্থান নিয়ে থাকেন। তাদের মধ্যে র্যাবের নারী সদস্যরাও ছিলেন। বাড়ির ফটক বন্ধ করে দেওয়ায় সাংবাদিকরা ফটকের বাইরে ভিড় করেন।