দেশজুড়ে

ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালো মুক্তি ফাউন্ডেশন

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ক্যান্সার আক্রান্ত রোগী ফেন্সি খাতুন (৩৫) এর পাশে দাঁড়িয়েছে মুক্তি ফাউন্ডেশন। আজ বুধবার বিকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফাউন্ডেশনের সদস্যরা। ফেন্সি খাতুনের স্বামী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

আক্রান্ত ফেন্সি খাতুন তার স্বামীকে নিয়ে চারঘাট উপজেলার তাতারপুর গ্রামে বসবাস করে। বর্তমানে তার স্ত্রী ফেন্সি খাতুন স্তন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করার সামর্থ্য পরিবারের নেই। বিষয়টি উপলব্ধি করে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে মুক্তি ফাউন্ডেশনের সদস্যরা।

আর্থিক সহযোগিতা প্রসঙ্গে ফাউন্ডেশনের সভাপতি, এ্যাডভোকেট মামুনুর রশিদ জন বলেন,“মানবতার সেবাই মোদের পথচলা” এই স্লোগানকে সামনে রেখে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা সহায়তা দেওয়ার অঙ্গীকার করি। আর এই সংগ্রামকে সামনে রেখে বিভিন্ন বাজার, মোড়ে ঘুরে ঘুরে অর্থ উত্তলন করি। এটা একটা সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন।

আমাদের প্রধান লক্ষ হল সামাজিক উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে গরীব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। লকডাউনের কারণে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডোনার না থাকলে সেভাবে কাউকে সহায়তাও করা যায় না। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর। সবার সহায়তায় আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। সামাজিক উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button