দেশজুড়ে

চলতি মাসেই হতে পারে বন্যা

ভারি বৃষ্টিপাতে চলতি মাসেই দেশের বিভিন্ন স্থানে বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া নিয়ে দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের প্রধান নদনদীর পানি স্থিতিশীল থাকতে পারৌ। পরবর্তী সময়ে মৌসুমী ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button