দেশজুড়ে

শ্রীমঙ্গলে করোনা রোগীদের জন্য ২০ হাজার লিটার অক্সিজেন বিতরণ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্স এর স্বত্বাধিকারী শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গল্ফ এর চেয়ারম্যান খাজা টিপু সুলতান ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ১০ টি অক্সিজেন সিলিন্ডার যাতে ২০ হাজার লিটার অক্সিজেন রয়েছে। উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এম,পি সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক হাজী মো.কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর ব্যবস্থাপক, জন সংযোগ মো.মাহমুদুল ইসলাম, শ্রীমঙ্গল থানার পুলিশ অফিসার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, শ্রীমঙ্গল ব্যবসা সমিতির কার্যকরী সদস্য মানবাধিকার কর্মী আমজাদ হোসেন বাচ্চু, আখলাক ফার্মেসির স্বত্বাধিকারী মো: মনসুর আলম মাসুম সহ প্রমুখ।

উল্লেখযোগ্য যে, শ্রীমঙ্গল ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন করোনা ভাইরাস সংক্রমণ রোগীদের প্রাণ বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তার এই মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়ে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button