দেশজুড়ে

ঈশ্বরদীতে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

মামুনুর রহমান,পাবনা: পাবনা জেলার ঈশ্বরদীর রেলগেট-পাকশী রোডের নিকটস্থ তিনকোনা পুকুর থেকে আজ দুপুরে সুমন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ । সে ইরকোন গেট এলাকার মৃত ফজর আলীর ছেলে।

সকালে সুমনের ক্ষতবিক্ষত লাশটি পুকুরের পানিতে ভাসতে দেখে প্রত্যক্ষ দর্শিরা থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সুমন নেশায় আসক্ত ছিল এবং পুকুরে পুকুরে মাছ ধরার অভ্যাস ছিল। নেশাগ্রস্ত অবস্থায় হয়ত মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে ময়না ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button