চারঘাটে মশক নিধন স্প্রে উদ্বোধন করেন পৌর মেয়র

0
81

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মশক নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন
পৌর মেয়র একারামুল হক। সোমবার বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের চারঘাট বাজার, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন স্প্রে করার মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, ৬ নং ওয়ার্ড কাউন্সিল আজাদ আলী, ৭নং
ওয়ার্ড কাউন্সিলর লিটন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর রানী খাতুনসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পৌর মেয়র একরামুল হক পৌরবাসীদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। ডেঙ্গু জ্বর মোকাবেলায় এ স্প্রে মশা নিধনে কার্যকর ভুমিকা পালন
করবে বলে তিনি জানান।