শ্রীনগরে কর্মহীন অটোরিক্সা ও ভ্যান চালক পরিবারকে চাল প্রদান

0
83

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় করোনা মোকাবেলায় কর্মহীন অটোরিক্সা ও ভ্যান চালকদের মধ্যে ২ শতাধিক পরিবারকে চাল প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে বাঘড়া বাজার এলাকায় এসব চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এ সময় বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের পরিচালনায় চাল বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা।

জানা গেছে, শ্রীনগর উপজেলা প্রশাসন ও বাঘড়া ইউনিয়ন পরিষদের যৌথ সম্বনয়ে চলমান কঠোর লকডাউনে বাঘড়া এলাকায় দুই শতাধিক কর্মহীন অটোরিক্সা ও ভ্যান চালক পরিবারের মধ্যে এই কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল সহায়তা করা হয়।